অবশেষে বিক্রি তালিকায় নোকিয়ার ম্যাপ

দীর্ঘ গুজবের অবসান ঘটিয়ে অবশেষে বিক্রি হচ্ছে ফিনিশ মোবাইল নেটওয়ার্কিং পণ্য নির্মাতা নোকিয়ার ‘হিয়ার ম্যাপস’। ৩৭০ কোটি ডলারের বিনিময়ে নোকিয়ার ম্যাপিং সেবা কিনে নিচ্ছে জার্মানীর শীর্ষস্থানীয় চার অটোমোবাইল নির্মাতা ডাইমলার, বিএমডব্লিইউ, ফোকসভাগেন (যা ভক্সওয়াগন নামেই বেশি পরিচিত)এবং আউডি।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 11:51 AM
Updated : 4 August 2015, 10:19 AM

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, চার জার্মান অটোমোবাইল নির্মাতার কাছে ‘হিয়ার ম্যাপসের মালিকানা যাবে ২০১৬ সালের প্রথম প্রান্তিকে। প্রতিষ্ঠানগুলোর তৈরি ‘অত্যাধুনিক’ ‘সেলফ-ড্রাইভিং’ গাড়িগুলোয় ব্যবহার করা হবে নোকিয়ার এই ম্যাপিং সেবা।

মাইক্রোসফটের কাছে মোবাইল ফোন নির্মাণ বিভাগ বিক্রি করার পর নোকিয়া ‘হিয়ার ম্যাপস’-ও বিক্রি করার চেষ্টা করছে, প্রযুক্তি পণ্যের বাজারে এমন গুজব শোনা যাচ্ছিল বেশ অনেক দিন ধরেই। অবশেষে সত্যি প্রমাণিত হল সেই গুজবই।

নিজে থেকেই বিকল্প পথ খুঁজে বের করার জন্য ওয়্যারলেস সংযোগের মাধ্যমে ম্যাপিং সেবার উপর নির্ভর করবে ‘সেলফ-ড্রাইভিং’ গাড়িগুলো। কোনো দুর্ঘটনার কারণে রাস্তা বন্ধ থাকলে বা ট্রাফিক জ্যাম থাকলে ওয়্যারলেস সংযোগের মাধ্যমে সেই খবর সংগ্রহ করে বিকল্প পথের সন্ধান দেবে গাড়িগুলোর ম্যাপিং অ্যাপ।