বিটকয়েন ‘মহাচোর’ আটক!

বিটকয়েন বিনিময়কারী প্রতিষ্ঠান মাউন্টগক্সের প্রধান নির্বাহী মার্ক কারপেলেসকে আটক করেছে জাপানের পুলিশ। ২০১৪ সালে বন্ধ হয়ে যাওয়া ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন বিনিময়ে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছিল মাউন্টগক্স।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 01:26 PM
Updated : 2 August 2015, 01:26 PM

ফেব্রুয়ারিতে ৩৮ কোটি ডলারেরও বেশি মূল্যের বিটকয়েন হারানোর ঘটনায় ৩০ বছর বয়সী মার্ক কারপেলেসকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিটকয়েন বিনিময়ে ব্যবহৃত কম্পিউটার সিস্টেমে অ্যাকসেস করে জমাখরচের হিসাবে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। বিষয়টিকে নিতান্তই ত্রুটিজনিত বলে দাবি করেছিল মাউন্টগক্স। কিন্তু পরবর্তীতে এ নিয়ে ব্যাংক জালিয়াতির মামলা হয়। 

কারপেলেসের বিরুদ্ধে অবৈধভাবে ১০ লাখ মার্কিন ডলার লাভের অভিযোগ আনা হয়েছে। তবে জাপানের কিয়োদো সংবাদ সংস্থার কাছে কারপেলেসের আইনজীবীর দাবি, তার মক্কেল অবৈধ কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন।

২০১৪ সালের মার্চ মাসে হারিয়ে যাওয়া ২ লাখ বিটকয়েন ফিরে পাওয়ার কথা জানায়   মাউন্টগক্স। তখন খুঁজে পাওয়া বিটকয়েনের মূল্য সাড়ে ১১ কোটি মার্কিন ডলারেরও বেশি বলে জানায় প্রতিষ্ঠানটি।