ফ্রেঞ্চ কর্তৃপক্ষকে গুগলের ‘না’

শুধু ইউরোপে নয়, বিশ্বের যে কোনো স্থানের ব্যবহারকারীদের অনুরোধে অনলাইন থেকে তাদের সব ডেটা মুছে দিতে ফ্রান্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মানবে না গুগল। ফ্রেঞ্চ কর্তৃপক্ষের নির্দেশ মানতে ‘সম্মানের সঙ্গে অসম্মতি’ জানিয়েছে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2015, 09:13 AM
Updated : 31 July 2015, 09:13 AM

প্রয়োজন হলে গুগল ডটকমসহ সব ওয়েবসাইট থেকে নিজেদের ডেটা ও পোস্ট মুছে দেওয়ার অধিকার বিশ্বের সব ব্যবহারকারীরই আছে বলে চলতি বছরের জুন মাসেই ঘোষণা দিয়েছিল ফ্রেঞ্চ কর্তৃপক্ষ সিএনআইএল।

কোনো রাখঢাক না রেখেই ওই আদেশ প্রত্যাখ্যান করেছে গুগল। সিএনআইএল কর্তৃপক্ষের সঙ্গে তারা ‘সম্মানজনকভাবে’ অসম্মতি পোষণ করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে গুগলের গ্লোবাল প্রাইভেসি কাউন্সেল পিটার ফ্লিশার বলেন, “ইউরোপ জুড়ে ‘রাইট টু বি ফরগটেন’ আইন হিসেবে স্বীকৃত হলেও বিশ্বব্যাপী নয়। তাই নৈতিক প্রশ্ন হিসেবে আমরা সম্মানের সঙ্গে সিএনআইলের সিদ্ধান্তে অসম্মতি জানাচ্ছি।”