বাজারে তৃতীয় প্রজন্মের মটো জি

তৃতীয় প্রজন্মের মটো জি স্মার্টফোন উন্মুক্ত করেছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। ফিচার ও হার্ডওয়্যারের হিসেবে বাজারের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের স্মার্টফোনগুলোর তুলনায় ‘সস্তা’ বলা হচ্ছে পানি-নিরোধক মটো জিকে।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 08:38 AM
Updated : 30 July 2015, 08:38 AM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ৮ ও ১৬ গিগাবাইটের দুটি মডেলে বাজারজাত করা হবে নতুন মটো জি।

মটো জি-এ ‘ডুয়াল ফ্লাশ’ সহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এ ছাড়াও নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা কুইক ক্যাপচার নামে একটি নতুন ফিচার যোগ করেছে বলে জানিয়েছে ম্যাশএবল। কুইক ক্যাপচারের সাহায্যে শুধু ক্যামেরা নাড়িয়েই ছবি তোলা সম্ভব হবে।

২৯৪ পিপিআই (পিক্সেল পার ইঞ্চ) রেজুলিউশানের পাঁচ ইঞ্চি স্ক্রিন সাইজের মটো জি-তে ডুয়াল সিম চালানো সম্ভব হবে। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ১.৪ গিগাহার্টজ চিপ। আছে ২৪৭০ মিলিঅ্যাম্প-আওয়ার ব্যাটারি।