অগাস্টেই নতুন গ্যালাক্সি নোট!

প্রযুক্তিপণ্যের বাজারে জোর গুঞ্জন, ১৩ অগাস্ট নতুন গ্যালাক্সি নোট স্মার্টফোন উন্মোচন করবে স্যামসাং। বলা হচ্ছে নিউ ইয়র্কের লিঙ্কন সেন্টারে আয়োজিত ‘আনপ্যাকড ২০১৫’ ইভেন্টে নতুন গ্যালাক্সি নোট উন্মোচন করে বাজারে অ্যাপলের চেয়ে এগিয়ে থাকতে চাইছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 11:52 AM
Updated : 28 July 2015, 11:52 AM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, গত কয়েক বছরে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো সেপ্টেম্বর মাসে উন্মোচন করলেও এবার সেই প্রথা ভাঙতে যাচ্ছে স্যামসাং।

শীর্ষ প্রতিদ্বন্দ্বী অ্যাপলকে টেক্কা দিতে স্যামসাং এবার আগেভাগেই নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করবে এমন গুজব শোনা যাচ্ছিল বেশ আগে থেকেই।

১৩ অগাস্টের ইভেন্টে স্যামসাং নতুন গ্যালাক্সি নোট ফ্যাবলেটের পাশাপাশি গ্যালাক্সি এস৬ এজ-এর নতুন সংস্করণ উন্মোচন করতে পারে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। গত কয়েক মাসে বিভিন্ন সূত্র থেকে ফাঁস হওয়া তথাকথিত ‘গ্যালাক্সি এস৬ এজ প্লাস’-এর ছবি সেই ইঙ্গিতই করছে বলে জানিয়েছে সাইটটি।

নতুন ফ্ল্যাগশিপ পণ্য নিয়ে সব প্রশ্নের উত্তরের জন্য স্যামসাং ভক্তদের অপেক্ষা করতে হবে ১৩ অগাস্ট পর্যন্ত। সশরীরে উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠানটি দেখা যাবে স্যামসাং মোবাইলের ইউটিউব চ্যানেল থেকে।