গেইমিং কনসোলে নিষেধাজ্ঞা উঠাচ্ছে চীন

ভিডিও গেইম কনসোলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে চীন। সাংহাইয়ে চালু হওয়া নতুন গেইমিং কনসোল উৎপাদন কেন্দ্র সাংহাই ফ্রি-ট্রেড জোন থেকে বিক্রির অনুমোদনের উদ্দেশ্যে শুক্রবার এমন ঘোষণা দেয় দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 11:11 AM
Updated : 27 July 2015, 11:11 AM

এবিসি নিউজ জানিয়েছে, ভিডিও গেইমের পেছনে শিশুরা অনেক বেশি সময় নষ্ট করে বলে মনে করে চীনা সরকার। এ কারণে ২০০০ সালে দেশটিতে ভিডিও গেইম কনসোলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

ইতোমধ্যে সনি আর মাইক্রোসফট সাংহাইয়ে চীনা অংশীদারদের সঙ্গে মিলে কনসোল উৎপাদন করার পরিকল্পনা করছে বলে ঘোষণা দিয়েছে।

সনির একজন মুখপাত্র সৌসুকে কামেই বলেন, "আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই। আমরা যত বেশি সম্ভব চীনা ব্যবহারকারীদের মজাদার ও উত্তেজনাকর গেইমিংয়ের অভিজ্ঞতা দিতে প্রতিজ্ঞাবদ্ধ"।

প্রযুক্তির উন্নয়ন আর একটি 'স্বাস্থ্যকর আর অগ্রগতিশীল' বিনোদনমূলক পরিবেশের উদ্দেশ্য নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেইমের কনটেন্ট সরকারী সেন্সরশিপের আওতায় আনা হবে বলে জানিয়েছে চীনা সংস্কৃতি মন্ত্রণালয়।

ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেন্ডো এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয় নি।