সেলফির বদলে সাপের কামড়!

সাপের সঙ্গে সেলফি তোলার ‘খায়েশ’ করে এবার র‌্যাটল স্নেকের কামড় খেয়েছেন এক মার্কিন নাগরিক। তারপর নিজের প্রাণ বাঁচাতে খরচ করেছেন দেড় লাখ মার্কিন ডলার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2015, 12:57 PM
Updated : 26 July 2015, 12:57 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগোর বাসিন্দা টড ফ্যাসলার ঝোঁপের মধ্যে খুঁজে পাওয়া র‌্যাটল স্নেকের সঙ্গে সেলফি তুলে মুহুর্তটি ‘স্মরণীয়’ করে রাখতে চেয়েছিলেন। তবে ফ্যাসলারের ‘খায়েশ’ খুব একটা পছন্দ হয়নি সাপটির।

বেরসিক সাপের কামড় খেয়ে ফ্যাসলারের হাসপাতালে কাটাতে হয়েছে পাঁচ দিন। সব মিলিয়ে তার চিকিৎসা খরচ ছাড়িয়েছে দেড় লাখ মার্কিন ডলার। এর মধ্যে বেশ চড়া দামের ওষুধের বিল মেটাতেই গেছে ৮৩ হাজার ডলার।

সেলফি উন্মাদনায় সামিল হয়ে ‘উত্তেজনাপূর্ণ’ ছবি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রথম ব্যক্তি নন ফ্যাসলার। জুলাইয়ের তৃতীয় সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ইয়ালোস্টোন ন্যাশনাল পার্কে বাইসনের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করে আহত হয়েছেন আরেক মার্কিন নারী।

এর আগে মাথায় পিস্তল ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে আহত হয়েছিলেন এক রাশিয়ান কিশোরী।