ড্রোন ব্যবসায় আসছে সনি

ড্রোন ব্যবসায় প্রবেশ করছে ইলেকট্রনিকস জায়ান্ট সনি। বাজারে ‘সনি’ ব্র্যান্ডের ড্রোন আনতে জাপানি প্রতিষ্ঠান জেডএমপি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2015, 09:40 AM
Updated : 23 July 2015, 09:40 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, সনি তাদের রোবোটিকস, ক্যামেরা, সেন্সিং প্রযুক্তি আর টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে জেডএমপি’র স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি ব্যবহার করবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ড্রোনের মাধ্যমে তথ্য সংগ্রহের ক্রমবর্ধমান বাজারে প্রবেশ করবে।

শস্য পর্যবেক্ষণে কৃষকদের সাহায্য করতে ড্রোন ব্যবহার করে ভাইন রেঞ্জার্স আর অ্যারোহারভেস্ট। যুদ্ধের জন্য ব্যবহার ছাড়াও অন্যান্য উপকারে যে ড্রোন কাজে লাগানো যায় তা এ ধরনের প্রতিষ্ঠানগুলো দেখিয়েছে- বলা হয়েছে প্রতিবেদনে।

সনি আর জেডএমপি’র যৌথ উদ্যোগে চলতি বছর অগাস্টে ভিটিওএল (ভার্টিকাল টেইকঅফ অ্যান্ড ল্যান্ডিং) ড্রোন বের করা হবে। এই যৌথ উদ্যোগে সনির মালিকানা ৫০ শতাংশের কিছুটা বেশি আর বাকিটা জেডএমপি’র মালিকানাধীন।

এই ড্রোনগুলো জনসাধারণের কাছে বিক্রি করা হবে না বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।