বিএটিবির শেয়ারপ্রতি ৬০ টাকা লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) কোম্পানি লিমিটেডের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 01:12 PM
Updated : 17 April 2018, 01:12 PM

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সভা হয়ে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের সভাপতিত্বে সভায় কোম্পানির বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সভায় শেয়ারহোল্ডাররা ২০১৭ সালের আর্থিক বিবরণী, পরিচালকদের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদন অনুমোদন করেন।

একইসঙ্গে তারা শেয়ার প্রতি প্রস্তাবিত ৬০ টাকা নগদ লভ্যাংশ অনুমোদন দেন।

২০১৭ সালে বেসরকারি খাতে সর্বোচ্চ কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিএটিবি ১৬ হাজার ৪২৭ কোটি টাকা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য রাজস্ব বাবদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে।

এছাড়া কোম্পানির বিভিন্ন পদক্ষেপ বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে গুরুত্বপূর্ন ভূমিকা রেখে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বিএটিবির ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ, কে এইচ মাসুদ সিদ্দীকি, মিকাইল শিপার, মোহাম্মদ আবদুল্লাহ, তাহমিনা বেগম, কাজী সানাউল হক এবং কোম্পানি সেক্রেটারি আজিজুর রহমান উপস্থিত ছিলেন।