ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের দর সবচেয়ে বেশি বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 01:12 PM
Updated : 24 Sept 2017, 08:21 PM

রোববার লেনদেন শেষে কোম্পানিটির দর আগের দিনের চেয়ে বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।

বৃহস্পতিবার মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের সমাপনী দর ছিল ৯১ টাকা ৩০ পয়সা, যা রোববার দিন শেষে ১০০ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ; বেড়েছে ৬ দশমিক ৯৬ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে আমরা টেকনোলজিস লি: (৬ দশমিক ৬৪ শতাংশ মিরাকল ইন্ডাস্ট্রিজ লি: (৬ দশমিক ২২ শতাংশ), শাহজালাল ইসলামী ব্যাংক লি: (৫ দশমিক ৭৬ শতাংশ), পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি: (৩ দশমিক ৬৯ শতাংশ), যমুনা ব্যাংক লি: (৩ দশমিক ৪৯ শতাংশ), ইনটেক লি: (৩ দশমিক ৪৪ শতাংশ) বিবিএস ক্যাবলস লিমিটেড (৩ দশমিক ৩৮ শতাংশ) এবং ফরচুন সুজ লিমিটেড (৩ দশমিক ০৩ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।