সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 10:36 AM
Updated : 24 Sept 2017, 10:36 AM

রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্টের বেশি কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ২৩ পয়েন্ট।

রোববার ডিএসইতে ৬৬২ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১৮ কোটি ৫৫ লাখ টাকা কম।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫ দশমিক ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ১৬৫ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৬৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।

অন্যদিকে রোববার সিএসইতে ৫৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এই বাজারে ৪৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৩০ দশমিক ২৫ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির। কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।