পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের শেষ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 12:20 PM
Updated : 21 Sept 2017, 12:22 PM

বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্টের বেশি কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় দশমিক ৬৩ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৭৮০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩০১ কোটি ৪৩ লাখ টাকা কম।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৬ হাজার ১৭০ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৭ পয়েন্টে।

অন্যদিকে বৃহস্পতিবার সিএসইতে ৪৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে ৫১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৫৩ দশমিক ৯৪ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬ টির। কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।