দর পতনের শীর্ষে আরএসআরএম

দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি দর হারিয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌ (আরএসআরএম)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 01:09 PM
Updated : 20 Sept 2017, 01:09 PM

লভ্যাংশ সমন্বয়ের কারণে বুধবারের লেনদেনে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৬ দশমিক ০১ শতাংশ।

মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আরএসআরএমের  শেয়ারের সমাপনী মূল্য ছিল ৭৯ টাকা ৩০ পয়সা। বুধবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৬৬ টাকা ৬০ পয়সা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড। দর কমেছে ৭ দশমিক ৫২ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে লিগাসি ফুটওয়ার (৬ দশমিক ১৭ শতাংশ), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (৬ দশমিক ০৪ শতাংশ), পূবালী ব্যাংক (৫ দশমিক ৩৭ শতাংশ) প্রিমিয়ার ব্যাংক (৫ দশমিক ০২ শতাংশ), এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (৪ দশমিক ৫৯ শতাংশ), রিজেন্ট টেক্সটাইল মিলস (৪ দশমিক ৫৬ শতাংশ), আজিজ পাইপস (৪ শতাংশ ৫২) এবং স্টান্ডার্ড ব্যাংক (৪ দশমিক ২১ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।