দুই বাজারেই দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই সূচক এবং লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 11:31 AM
Updated : 20 Sept 2017, 11:31 AM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্টের বেশি কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ২১৭ পয়েন্টের মত।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ১০৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪২৬ কোটি ৭৩ লাখ টাকা কম।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ১৫০৮ কোটি ৭৩ লাখ টাকা। 

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৬৩ দশমিক ৬৭ পয়েন্ট কমে ৬ হাজার ১৭২ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।

অন্যদিকে বুধবার সিএসইতে ৫১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৭৮ কোটি ১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৭ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৫৪ দশমিক ৫৭ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।