দর পতনের শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 10:25 AM
Updated : 19 Sept 2017, 10:25 AM

মঙ্গলবার লেনদেন শেষে এই ফান্ডের দর কমেছে ৬ দশমিক ৬৬ শতাংশ।

সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, সোমবার এই ফান্ডের সমাপনী মূল্য ছিল ১২ টাকা ০০ পয়সা । মঙ্গলবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১১ টাকা ২০ পয়সা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস লি:। এই শেয়ারের দর কমেছে ৬ দশমিক ১৫ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লি: (৫ দশমিক ৩৩ শতাংশ), রূপালী ব্যাংক লি: (৫ দশমিক ৩২ শতাংশ), বিবিএস ক্যাবলস লিমিটেড (৫ দশমিক ১৯ শতাংশ) প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লি: (৪ দশমিক ৭৪ শতাংশ) রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড (৪ দশমিক ৭১ শতাংশ), কেডিএস এক্সেসরিস লিমিটেড (৪ দশমিক ৩৭ শতাংশ), জিল বাংলা সুগার মিলস লিঃ (৪ শতাংশ ৩১) এবং সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লি: (৪ দশমিক ০৯ শতাংশ)।

এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।