দুই বাজারে সূচক-লেনদেনে বিপরীতমুখী চিত্র

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেনে মিশ্রভাব দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 10:16 AM
Updated : 19 Sept 2017, 10:18 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৬ পয়েন্টের বেশি বাড়লেও কমেছে লেনদেনের পরিমান ।

বিপরীত চিত্র ছিল অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এ বাজারে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৯ পয়েন্টের মত; তবে বেড়েছে লেনদেনের পরিমান ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ১৫০৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগেরদিন সোমবারের তুলনায় ১৭ কোটি ১৫ লাখ টাকা কম।

সোমবার ডিএসইতে লেনদেন হয় ১৫২৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। 

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩৬ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৭৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৪ পয়েন্টে।

অন্যদিকে এদিন সিএসইতে ৭৮ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে ৬৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৭২ দশমিক ১৩ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নেয় ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।