দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 11:52 AM
Updated : 18 Sept 2017, 11:52 AM

সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৪ দশমিক ৫৫ শতাংশ।

রোববারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সোমবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, রোববার প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৫৯ টাকা ৩০ পয়সা। সোমবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৫৬ টাকা ৬০ পয়সা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির দর কমেছে ৪ দশমিক ৫৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে শাশা ডেনিম্‌ লিমিটেড (৪ দশমিক ১৭ শতাংশ), ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি. (৩ দশমিক ৮৭ শতাংশ), মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লি. (৩ দশমিক ৭৬ শতাংশ), মেঘনা সিমেন্ট মিলস্‌ লি. (৩ দশমিক ৬১ শতাংশ), মুন্নু জুট স্টাফলার লি. (৩ দশমিক ৫৯ শতাংশ), স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স লি. (৩ দশমিক ৪৭ শতাংশ), বাংলাদেশ অটোকারস লি. (৩ শতাংশ ৩৮) এবং হাক্কানী পাল্প ও পেপার মিলস্‌ লি. (৩ দশমিক ৩৮ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।