সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনের লেনদেনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 11:07 AM
Updated : 14 Sept 2017, 11:07 AM

এর মধ্যে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৯ পয়েন্টের বেশি, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৮৬ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিন শেষে ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে তুলনায় ৩০০ কোটি ১৪ লাখ টাকা বেড়ে একহাজার ১২৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৯ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৩ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৫ পয়েন্টে।

অন্যদিকে বৃহস্পতিবার সিএসইতে ১৫৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে। বুধবার এই বাজারে ৭৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৬৮ দশমিক ৫৩ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির। কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।