ফিনিক্স ফাইন্যান্সের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 03:21 PM
Updated : 12 Sept 2017, 03:21 PM

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বন্ডটির নাম হবে ফিনিক্স ফাইন্যান্স নন-কনভার্টেবল রিডিমেবল ফ্লোটিং কুপন বিয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড।

সাত বছর মেয়াদী এই বন্ডের প্রতি ইউনিটের মূল্য হবে ৫০ লাখ টাকা ।

এ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছর শেষে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

কোম্পানির মোট শেয়ারের ৩৫.৭১ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২২.৫০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২ দশমিক ৩২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৯.৪৭ শতাংশ শেয়ার।