প্যাসিফিক ডেনিমসের আইপিও’র অর্থ ব্যবহারের তদন্ত হবে

বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থের ব্যবহার নিয়ে সন্দেহ করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 02:09 PM
Updated : 12 Sept 2017, 02:12 PM

এই অর্থের ব্যবহার খতিয়ে দেখতে বিশেষ নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র এম. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইপিও থেকে উত্তোলিত অর্থ ব্যবহারের ক্ষেত্রে প্যাসিফিক ডেনিমসের কিছু কর্মকাণ্ড অস্বাভাবিক মনে করছে  নিয়ন্ত্রক সংস্থা। সে কারণে আইপিওতে আসার সময় তাদের পক্ষ থেকে যে প্রসপেক্টাস প্রকাশ করা হয়েছিল, তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

গত বছর ১ সেপ্টেম্বর প্যাসিফিক ডেনিমস লিমিটেডকে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয় বিএসইসি।

অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত টাকা কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ (পূর্ত নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয়) ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করার সিদ্ধান্তের কথা জানায়।