কারণ ছাড়াই বাড়ছে ৩ কোম্পানির শেয়ার দর

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির দাম চড়তে থাকলেও তার কোনো কারণ পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 11:57 AM
Updated : 12 Sept 2017, 11:57 AM

কোম্পানি তিনটি হল এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।

শেয়ার ৩টির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠিয়েছিল।

জবাবে কোম্পানিগুলো বলেছে, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ২৯ আগস্ট থেকে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডেরে শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ছে। এ সময়ে শেয়ারটির দর ১৫ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ১২ সেপ্টেম্বর ২০ টাকা ১০ পয়সা পর্যন্ত হয়।

২১ অগাস্ট থেকে এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ছে। এ সময়ে শেয়ারটির দর ৩৫ টাকা থেকে বেড়ে ১২ সেপ্টেম্বর ৩৯ টাকা ৯০ পয়সা পর্যন্ত হয়।

৭ আগস্ট থেকে বাড়ছে লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ার দর। এ সময়ে শেয়ারটির দর ৫৮ টাকা থেকে বেড়ে ১১ সেপ্টেম্বর ৬৬ টাকা ৪০ পয়সা পর্যন্ত হয়।