দর বৃদ্ধির শীর্ষে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেনে সবচেয়ে বেশি দর বেড়েছে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 11:40 AM
Updated : 12 Sept 2017, 11:40 AM

মঙ্গলবার লেনদেন শেষে দেখা যায়, কোম্পানিটির দর বেড়েছে ৫ দশমিক ৭৮ শতাংশ।

সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, সোমবার এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৯ টাকা। মঙ্গলবার দিন শেষে তা দাঁড়িয়েছে ২০ টাকা ১০ পয়সা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট। কোম্পানিটির দর বেড়েছে ৪ দশমিক ৬৮ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট (৪ দশমিক ৬৪ শতাংশ),  কোহিনূর কেমিকেলস্‌ কোম্পানি (৪ দশমিক ২৭ শতাংশ), ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস (৪ দশমিক ০৬ শতাংশ), বিবিএস ক্যাবলস লিমিটেড (৩ দশমিক ৯৩ শতাংশ), বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি (৩ দশমিক ৯২ শতাংশ), ইয়াকিন পলিমার লিমিটেড (৩ দশমিক ৬৬ শতাংশ), প্রিমিয়ার ব্যাংক (৩ দশমিক ৬১ শতাংশ) এবং ইস্টার্ন ব্যাংক (৩ দশমিক ৪১ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।