ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের দর সবচেয়ে বেশি বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2017, 11:15 AM
Updated : 11 Sept 2017, 11:15 AM

সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।

রোববার এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের সমাপনী দর ছিল ৩৬ টাকা ২০ পয়সা। সোমবার দিন শেষে তা ৩৯ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিন দর বৃদ্ধির তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কোহিনূর ক্যামিকেলস্‌; বেড়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড (৫ দশমিক ৭৪ শতাংশ আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড (৫ দশমিক ৬১ শতাংশ), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (৪ দশমিক ৭৩ শতাংশ), ফাইন ফুডস (৪ দশমিক ৪৫ শতাংশ), স্টান্ডার্ড ইন্সুরেন্স (৪ দশমিক ২১ শতাংশ), প্রগতি ইন্সুরেন্স (৪ দশমিক ২০ শতাংশ) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (৪ দশমিক ১৪ শতাংশ) এবং রিলায়েন্স ইন্সুরেন্স (৩ দশমিক ৭৫ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।