আরামিট সিমেন্টের দরবৃদ্ধি অস্বাভাবিক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারের দাম বাড়ছে কারণ ছাড়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2017, 10:51 AM
Updated : 11 Sept 2017, 10:51 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

বিশ্লেষণে দেখা যায়, ১৬ আগস্ট থেকে আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ছে। এ সময়ে শেয়ারটির দর ৩৬ টাকা থেকে বেড়ে ১০ সেপ্টেম্বর ৪৬ টাকা ১০ পয়সায় উঠেছে।

আর শেয়ার এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে।