সামিটের দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

জ্যেষ্ঠ প্রতবিদেকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2017, 08:22 AM
Updated : 10 Sept 2017, 08:22 AM

২০১৭ সালের জুন পর্যন্ত ১৮ মাসের জন্য সামিট পাওয়ার নগদ ৩০ শতাংশ লভ্যাংশ ও সামিট অ্যালায়েন্স পোর্ট ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভার এ সিদ্ধান্ত রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

১৮ মাসে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে বেসরকারি খাতে সবচেয়ে বড় কোম্পানি সামিট পাওয়ারের এই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৫ পয়সা। প্রতিটি শেয়ারের সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯ টাকা ২ পয়সায় এবং প্রতিটি শেয়ারে অর্থপ্রবাহ (এনওসিএফএস) হয়েছে ৪ টাকা ৮৫ পয়সা।

একই সময়ে সামিট পোর্ট শেয়ারপ্রতি আয় (ইপিএস) আয় করেছে ১ টাকা ১১ পয়সা; কোম্পানিটির প্রতিটি শেয়ারের সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪ পয়সা এবং প্রতিটি শেয়ারে অর্থপ্রবাহ (এনওসিএফএস) হয়েছে ১ টাকা ৭১ পয়সা।

২৭ সেপ্টেম্বর সামিট পাওয়ারের লভ্যাংশের রেকর্ডের দিন ধরা হয়েছে; ২৬ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা হবে।

একই দিন সামিট পোর্টের লভ্যাংশের রেকর্ড হবে।২৫ নভেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা হবে।