তদন্তের মুখে মুন্নু ও স্ট্যান্ডার্ড সিরামিক

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিক ও স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি তদন্তে কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2017, 11:05 AM
Updated : 7 Sept 2017, 11:05 AM

কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

এক মাসে মুন্নু সিরামিকসের শেয়ারের দর বেড়েছে ১৭১ দশমিক ৩২ শতাংশ; ৮ আগস্ট এই শেয়ারের দর ছিল ৪১ টাকা ৫০ পয়সা, যা বেড়ে ৬ সেপ্টেম্বর ১১২ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

একই সময়ে স্ট্যান্ডার্ড সিরামিকের দর বেড়েছে ৭৭ দশমিক ৭৪ শতাংশ; ৮ আগস্ট এই কোম্পানির শেয়ারের দর ছিল ৬৪ টাকা ৭০ পয়সা। ৬ সেপ্টেম্বর তা বেড়ে ১১৫ টাকায় দাঁড়িয়েছে।