৩ কোম্পানির শেয়ারের ‘অস্বাভাবিক’ দরবৃদ্ধি

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ারের দাম কোনো কারণ ছাড়াই বাড়ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2017, 02:05 PM
Updated : 6 Sept 2017, 02:06 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এগুলো হল ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সোস্যাল ইসলামী ব্যাংক ও লিগাসি ফুটওয়ার।

এর মধ্যে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারের দর ২৫ জুলাই থেকে প্রায় ৫৫ শতাংশ বেড়ে মঙ্গলবার ২৬ টাকা ৯০ পয়সায় উঠেছে।

সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের দর ২৮ জুন থেকে প্রায় ৪৪ শতাংশ বেড়ে বুধবার ৩২ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর লিগাসি ফুটওয়ারের শেয়ারের দর ৫ জুলাই থেকে প্রায় ৯৪ শতাংশ বেড়ে বুধবার ৪৮ টাকা ৮০ পয়সা পর্যন্ত লেনদেন হয়।

তিন কোম্পানির এই দরবৃদ্ধিকে অস্বাভাবিক ধরে নিয়ে ডিএসই কর্তৃপক্ষ কারণ জানতে চাইলে কোম্পানিগুলো বলেছে, এভাবে দর বাড়ার মতো মূল্য সংবেদনশীল কোনো তথ্য তাদের কাছে নেই।