ডিএসইতে দর বাড়ার শীর্ষে উসমানিয়া গ্লাস শিট

ঈদের পর লেনদেন শুরুর তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2017, 10:20 AM
Updated : 6 Sept 2017, 10:21 AM

বুধবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশের বেশি।

মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, মঙ্গলবার উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের সমাপনী মূল্য ছিল ৯৬.৩০ টাকা। বুধবার দিন শেষে তা দাঁড়িয়েছে ১০৫.৯০ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সোশাল ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে হাক্কানি পাল্প ও পেপার মিলস্‌ লিমিটেড (৯ দশমিক ৯১ শতাংশ), মিরাকল ইন্ডাস্ট্রিজ লি. (৯ দশমিক ৯০ শতাংশ), নিটল ইন্সুরেন্স কোম্পানি লি. (৯ দশমিক ২৫ শতাংশ), নর্দান জুট মেনুফ্যাকচারিং কোম্পানি লি. (৭ দশমিক ৪৯ শতাংশ), গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লি. (৬ দশমিক ১৭ শতাংশ), মুন্নু জুট স্টাফলার লি. (৬ দশমিক ০৯ শতাংশ), আনোয়ার গ্যালভানাইজিং লি. (৬ দশমিক ০৬ শতাংশ) এবং এ্যাপেক্স ফুডস্‌ লি. (৫ দশমিক ৮৬ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।