লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

ঈদ ছুটির পর তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2017, 09:47 AM
Updated : 6 Sept 2017, 09:48 AM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের  (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্টের বেশি কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭৭ পয়েন্টের মত।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ১৩৬৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্য দিবস মঙ্গলবারের চেয়ে ৩২০ কোটি ২৬ লাখ টাকা বেশি।

মঙ্গলবার এই বাজারে ১০৪৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৩ দশমিক ৮২ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৩৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬০ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৫৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৫৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২৩ দশমিক ২০ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দর।