দর পতনের শীর্ষে বিবিএস কেবলস

ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের লেনদেনে দর সবচেয়ে বেশি হারিয়েছে বিবিএস কেবলস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2017, 02:15 PM
Updated : 23 August 2017, 02:15 PM

কোম্পানিটির শেয়ারের মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাব করলে দেখা যায়, দর কমেছে ৯ দশমিক ৯৩ শতাংশ।

মঙ্গলবার বিবিএস কেবলসের সমাপনী মূল্য ছিল ১৪৬ দশমিক ৯০ টাকা ৬০ পয়সা। বুধবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১৩২ দশমিক ৩০ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এনএলআই ফাস্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির দর কমেছে ৭ দশমিক ৬৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে বাংলাদেশ অটোকারস (৬ দশমিক ২৩ শতাংশ), রংপুর ফাউন্ড্রি (৫ দশমিক ৫৮ শতাংশ), সাউথইস্ট ব্যাংক ১ম মিউচু্য়াল ফান্ড (৪ দশমিক ৮৬ শতাংশ), সমতা লেদার কমপ্লেক্স (৪ দশমিক ৭৭ শতাংশ), শমরিতা হসপিটাল লিমিটেড (৪ দশমিক ৬৪ শতাংশ), আরামিট সিমেন্ট (৪ দশমিক ৪০ শতাংশ), প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৪ শতাংশ ৩২)এবং জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস (৩ দশমিক ৯৫ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।