পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2017, 12:53 PM
Updated : 23 August 2017, 12:59 PM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্টের বেশি কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৩৭ পয়েন্টের মতো।

এদিন ডিএসইতে ৮৭৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১০১ কোটি ৬০ লাখ টাকা কম। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৯৭৮ কোটি ০৮ লাখ টাকার শেয়ার। 

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৬ দশমিক ৪৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৫ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০২ পয়েন্টে।

অন্যদিকে বুধবার সিএসইতে ৬৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৭২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৭৭ দশমিক ০১ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির। কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।