বিবিএস ক্যাবলসের শেয়ার দর বাড়ার কারণ তদন্তে কমিটি

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলসের অস্বাভাবিক দর বাড়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 11:28 AM
Updated : 22 August 2017, 11:52 AM

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই তদন্ত কমিটি গঠন করেছে বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।

বিবিএস ক্যাবলস ২০১৭ সালের ৩১ জুলাই পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। আর তালিকাভুক্তি পর থেকেই তাদের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে।

প্রায় প্রতিদিনই শেয়ারটি টপটেন গেইনার তালিকার শীর্ষে ছিল।

লেনদেনের প্রথম দিনে কোম্পানিটি ৯০ টাকা ৩০ পয়সায় লেনদেন শেষ করে।

সর্বশেষ মঙ্গলবার কোম্পানিটি ১৪৪ টাকায় লেনদেন শেষ করেছে।