ডিএসইতে দর বাড়ার শীর্ষে ইনটেক লি.

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ইনটেক লিমিটেডের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 11:19 AM
Updated : 22 August 2017, 11:19 AM

মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।

সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, সোমবার  ইনটেক লিমিটেডের সমাপনী মূল্য ছিল ১৯.১০ টাকা। মঙ্গলবার দিন শেষে তা দাঁড়িয়েছে ২১ টাকা।

এদিন দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আরামিট সিমেন্ট লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে রংপুর ফাউন্ড্রি লি.  (৯ দশমিক ৯৩ শতাংশ), বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্‌ লি.  (৯ দশমিক ৯১ শতাংশ), মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লি. (৯ দশমিক ৯১ শতাংশ), শমরিতা হসপিটাল লিমিটেড (৯ দশমিক ৪৬ শতাংশ), বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লি. (৭ দশমিক ৮৭ শতাংশ), জিপিএইচ ইস্পাত লি. (৬ দশমিক ৭৯ শতাংশ), সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লি. (৬ দশমিক ৬১ শতাংশ) এবং বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লি. (৬ দশমিক ৪৫ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।