চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 11:25 AM
Updated : 20 August 2017, 11:25 AM

কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং জাহিন স্পিনিং লিমিটেড।

অ্যাপেক্স ট্যানারি

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৭ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৫ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৩ টাকা ৫৬ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড

টেলিযোগাযোগ খাতের এই কোম্পানির পরিচালনা পর্ষদ ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

বিমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও বাকিটা স্টক লভ্যাংশ।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২২ অক্টোবর। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২১ সেপ্টেম্বর।

জাহিন স্পিনিং

বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৩ সেপ্টেম্বর।