দরপতনে শুরু সপ্তাহের লেনদেন

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচকে এবং লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 10:37 AM
Updated : 20 August 2017, 10:37 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্টের বেশি কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১২০ পয়েন্টের মত।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৭৬৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস বৃহস্পতিবারের চেয়ে ৬৩ কোটি ১৯ লাখ টাকা কম।

বৃহস্পতিবার এই বাজারে ৮৩২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৯৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৭ দশমিক ১২ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৯ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ৩ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩০১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৮ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৩৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এই বাজারে ৪৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২০ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮ দশমিক ৭৫ পয়েন্টে।

এই বাজারে লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।