দর পতনের শীর্ষে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 01:37 PM
Updated : 16 August 2017, 01:37 PM

বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১২ দশমিক ৬০ শতাংশ।

লভ্যাংশ সমন্বয়ের কারণে শেয়ারটির দাম কমেছে । সাধারণত একদিনে কোনো শেয়ারের দাম ১০ শতাংশের বেশি কমতে বা বাড়তে পারে না । তবে কোম্পানির বিশেষ কোনো তথ্য প্রকাশের দিনে এই সীমা তুলে দেয়া হয় ।

রোববারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে এ শেয়ারের দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, রোববার এই শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৩.৮০ টাকা। বুধবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ২০.৮০ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লি:। এই শেয়ারের দর কমেছে ৭ দশমিক ৬৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লি: (৬ দশমিক ৮৯ শতাংশ), শাইন পুকুর সিরামিক্স লি: (৬ দশমিক ৪৯ শতাংশ), দুলামিয়া কটন স্পিনিং মিলস্‌ লি. (৬ দশমিক ৩৪ শতাংশ), আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড (৬ দশমিক ২৫ শতাংশ), খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড (৬ দশমিক ১৯ শতাংশ), সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৫ দশমিক ৬৩ শতাংশ), রূপালী ব্যাংক লি: (৫ শতাংশ ১২)এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড (৫ দশমিক ১০ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।