কারণ ছাড়াই বাড়ছে তিন শেয়ারের দাম

কোনো কারণ ছাড়া বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ারের দাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 01:27 PM
Updated : 16 August 2017, 01:27 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

কোম্পানি তিনটি হল উত্তরা ব্যাংক লিমিটেড, মুন্নু জুট স্টাফলার লিমিটেড এবং রূপালী ব্যাংক লিমিটেড।

উত্তরা ব্যাংক লিমিটেডের শেয়ারের দাম ১০ কার্যদিবসে বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা। ৩১ জুলাই থেকে ১৩ অগাস্ট পর্যন্ত এ শেয়ারের দাম বেড়েছে প্রায় ২৫ শতাংশের বেশি।

মুন্নু জুট স্টাফলার লিমিটেডের শেয়ারের দাম ১৯ কার্যদিবসে বেড়েছে ১৮০ টাকা ২০ পয়সা ।

১৭ জুলাই থেকে ১৩ অগাস্ট পর্যন্ত এ শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩৪ শতাংশর উপরে।

রূপালী ব্যাংক লিমিটেডের শেয়ারের দাম ৫০ কার্যদিবসে বেড়েছে ৩৭ টাকা ৩০ পয়সা। ৩১ মে থেকে ১৩ অগাস্ট পর্যন্ত এ শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৪৮ শতাংশের বেশি।

কোম্পানি তিনটি জানিয়েছে তাদের কাছে শেয়ারের দাম বাড়তে পারে এমন কোনো তথ্য নেই ।

সাধারণত স্টক এক্সচেঞ্জ যখন মনে করে কোম্পানির দাম তার মৌল ভিত্তির থেকে বেশি হয়ে যাচ্ছে তখনই দাম বাড়ার বিষয়ে কারণ জানতে চায় তারা।