লেনদেন বৃদ্ধিতে শেষ হলো সপ্তাহ

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 12:15 PM
Updated : 27 July 2017, 12:15 PM

বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্টের বেশি কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ১৪ পয়েন্টের মত।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৭১২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৭৪ কোটি ২ লাখ টাকা বেশি।

বুধবার ডিএসইতে লেনদেন হয় ৬৩৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। 

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ারের দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৯ দশমিক ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৫ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৯ পয়েন্টে।

অন্যদিকে বৃহস্পতিবার সিএসইতে ৫১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে ৩৮ কোটি ২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯ দশমিক ৩৪ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফন্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।