মুদ্রানীতি ঘোষণার দিনে পুঁজিবাজারে সূচক বৃদ্ধি

মুদ্রানীতি ঘোষণার দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2017, 11:01 AM
Updated : 26 July 2017, 11:01 AM

বুধবার দুপুরে চলতি ২০১৭-১৮ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের মুদ্রানীতি ঘোষণা করা হয়।  

সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্টের বেশি বেড়েছে। তবে কমেছে লেনদেন।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৯ পয়েন্টের মত। বেড়েছে লেনদেনও।

এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে চলতি ২০১৭-১৮ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের মুদ্রানীতি ঘোষণা করেন গর্ভনর ফজলে কবির।

পুঁজিবাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৬৩৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্য দিবস মঙ্গলবারের চেয়ে ১৭ কোটি ২১ লাখ টাকা কম।

মঙ্গলবার এই বাজারে ৬৫৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫৮টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২২ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৪ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩১ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৩৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪ দশমিক ১০ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।