দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যালস

দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের শেয়ারের ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2017, 11:32 AM
Updated : 25 July 2017, 11:32 AM

মঙ্গলবারের লেনদেনে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৪ দশমিক ২৬ শতাংশ।

সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্যে দেখা যায়, সোমবার গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের সমাপনী মূল্য ছিল ৩৯.৯০ টাকা। মঙ্গলবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৪১.৬০ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি। কোম্পানিটির দর বেড়েছে ৩ দশমিক ১৯ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে সিএমসি কামাল টেক্সটাইল মিলস (৩ দশমিক ১৬ শতাংশ), রূপালী ইন্সুরেন্স কোম্পানি (৩ দশমিক ১২ শতাংশ), রিজেন্ট টেক্সটাইল মিলস (২ দশমিক ৮৯ শতাংশ), এস আলম কোল্ড রোল্ড স্টিলস (২ দশমিক ৭৭ শতাংশ), রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড (২ দশমিক ৬৭ শতাংশ), প্রগতি ইন্সুরেন্স (২ দশমিক ৬১ শতাংশ), ইউনাইটেড ইন্সুরেন্স (২ দশমিক ৫৫ শতাংশ) এবং এটলাস বাংলাদেশ (২ দশমিক ৪৯ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।