ডিএসইতে দর বাড়ার শীর্ষে দি পেনিনসুলা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 11:32 AM
Updated : 24 July 2017, 11:32 AM

সোমবার লেনদেন শেষে কোম্পানিটির দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪১ শতাংশ বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটে জানা গেছে, রোববার দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের সমাপনী দর ছিল ২৯ টাকা ৬০ পয়সা, যা সোমবার দিন শেষে ৩১ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিন দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুডস; বেড়েছে ৬ দশমিক ০১ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে প্রগতি ইন্সুরেন্স লি: (৪ দশমিক ৭৯শতাংশ), আরামিট সিমেন্ট লি: (৪ দশমিক ৩১ শতাংশ), তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লি: (৪ দশমিক ০৩ শতাংশ), সি এন্ড এ টেক্সটাইলস্‌ লিমিটেড (৩ দশমিক ৫০ শতাংশ), এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লি: (৩ দশমিক ১৬ শতাংশ), সাফকো স্পিনিং মিলস্‌ লি: (৩ দশমিক ১২ শতাংশ), বিডিকম অনলাইন লি: (৩ দশমিক ০৬ শতাংশ) এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৩ দশমিক ০৪ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।