আইডিএলসির মুনাফা বেড়েছে ৩৩%

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ১১৭ কোটি টাকার নিট মুনাফা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 06:29 PM
Updated : 20 July 2017, 06:29 PM

আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ।

বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানান আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ খান।

আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.২৮ টাকা। আগের বছরের একই সময়ে হয়েছিল ২.৭২ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ২১ শতাংশ।

৬ মাসে কোম্পানিটিতে ৫ হাজার ৭৭৯ জন নতুন গ্রাহক বেড়েছে। এতে লোন পোর্টফোলিও ৭৯৩ কোটি টাকা বা ১৩ শতাংশ বেড়ে ৭ হাজার কোটি টাকা হয়েছে।

আরিফ খান বলেন, “২০১৭ সালের প্রথমার্ধে ঋণ ব্যবসায় ভালো হয়েছে। অন্যদিকে সাবসিডিয়ারি আইডিএলসি ইনভেস্টমেন্ট ও আইডিএলসি সিকিউরিটিজও ভালো মুনাফা করেছে।”

বর্তমানে আইডিএলসি গ্রুপের মাধ্যমে ৪৭ হাজার গ্রাহককে সেবা প্রদান করা হচ্ছে।