ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে মার্কেন্টাইল ইন্সুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে মার্কেন্টাইল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 12:59 PM
Updated : 20 July 2017, 12:59 PM

বৃহস্পতিবার লেনদেন শেষে এই শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ।

বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে এ দর বৃদ্ধি হয়েছে।

ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, বুধবার মার্কেন্টাইল ইন্সুরেন্সের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২০.৩০ টাকা। বুধবার দিন শেষে তা দাঁড়িয়েছে ২১.৮০ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লি:। এ শেয়ারের দর বেড়েছে ৫ দশমিক ৫৫ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে বাংলাদেশ অটোকারস লি: (৪ দশমিক ৬৪ শতাংশ), এম্বি ফার্মাসিউটিক্যালস লি:  (৩ দশমিক ৮৩ শতাংশ), ডেলটা স্পিনার্স লিমিটেড (৩ দশমিক ৪১ শতাংশ), এ্যাপেক্স ফুটওয়ার লি: (৩ দশমিক ২১ শতাংশ), হাক্কানী পাল্প ও পেপার মিলস্‌ লি: (৩ দশমিক ২০ শতাংশ), সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি লি: (৩ দশমিক ১৩ শতাংশ), প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি: (২ দশমিক ৯০ শতাংশ) এবং আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড (২ দশমিক ৮১ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।