সূচক বাড়লেও লেনদেন কমেছে

সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 12:12 PM
Updated : 20 July 2017, 12:12 PM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৩৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা বুধবারের চেয়ে ৪৩২ কোটি ৯৫ লাখ টাকা কম।

বুধবার এই বাজারে ১ হাজার ৬৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৭১ কোটি ১৪ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।

প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮২ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২১ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯৩৬ দশমিক ৩২ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।