লেনদেনে চাঙ্গাভাব

সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমলেও আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2017, 11:10 AM
Updated : 19 July 2017, 11:10 AM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্টের বেশি কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ১৩৫ পয়েন্টের মত।

এদিন ডিএসইতে ১০৬৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১০৭ কোটি ৩৬ লাখ টাকা বেশি।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৯৬২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। 

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪৩ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৫ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ দশমিক ৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২১ পয়েন্টে।

অন্যদিকে বুধবার সিএসইতে ৭১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৫৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৩০ দশমিক ০০ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দর।