দর পতনের শীর্ষে সাভার রিফ্র্যাকটরিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে সাভার রিফ্র্যাকটরিজ লিমিটেডের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2017, 02:17 PM
Updated : 18 July 2017, 02:17 PM

মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮ দশমিক ৩৩ শতাংশ।

সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে এর দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, এই শেয়ারের সমাপনী মূল্য ছিল ৭৩.২০ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৬৭.১০ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লি:। এর দর কমেছে ৪ দশমিক ৭৩ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে দুলামিয়া কটন স্পিনিং মিলস্‌ লি. (৪ দশমিক ৫৮ শতাংশ), বীচ হ্যাচারি লি: (৪ দশমিক ৩৬ শতাংশ), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লি: (৪ দশমিক ১৬ শতাংশ), বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লি: (৩ দশমিক ৪৪ শতাংশ), আইসিবি ইসলামিক ব্যাংক লি: (৩ দশমিক ৪৪ শতাংশ), পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লি: (৩ দশমিক ২৭ শতাংশ), প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লি: (৩ শতাংশ)এবং ইউনাইটেড এয়ারওয়েজ (বাংলাদেশ) লি: (২ দশমিক ৮১ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।