ইমাম বাটনের দর বাড়ছে কারণ ছাড়াই

কোনো কারণ ছাড়া বাড়ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2017, 01:43 PM
Updated : 18 July 2017, 01:43 PM

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়।

জবাবে কোম্পানিটি জানায়, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

১১ জুলাই থেকে শেয়ারটির দর বেড়েই চলেছে। এ সময়ে শেয়ারটির দর ১৬ টাকা বেড়ে মঙ্গলবার ১৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।

অর্থাৎ এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৩ টাক ৭০ পয়সা বা ২৩ দশমিক ১২ শতাংশ।