লেনদেন কমেছে পুঁজিবাজারে

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই লেনদেন কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2017, 10:23 AM
Updated : 18 July 2017, 10:23 AM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৫ পয়েন্টের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৯৬২ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা সোমবারের চেয়ে ১৮৫ কোটি ৩৭ লাখ টাকা কম।

সোমবার এই বাজারে ১ হাজার ১৪৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ দশমিক ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৯ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।

মঙ্গলবার সিএসইতে ৫৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে ৬৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৫ দশমিক ৬১ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি দর।