বিডি অটোকারসের দর বাড়ার কোনো কারণ নেই

কোনো কারণ ছাড়াই বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ অটোকারস লিমিটেডের শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2017, 01:09 PM
Updated : 16 July 2017, 01:09 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট থেকে জানা যায়, কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ১৩ জুলাই নোটিস পাঠায়। জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই দর বাড়ছে।

গত ২৯ জুন থেকে বাংলাদেশ বিডি অটোকারসের শেয়ার দর টানা বেড়ে চলেছে। এ সময়ে শেয়ারটির দর ৮০ টাকা থেকে বেড়ে সর্বশেষ ১০৪ টাকা ৫০ টাকা পর্যন্ত লেনদেন হয়।