সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2017, 12:06 PM
Updated : 10 July 2017, 12:07 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কারো কাছে যদি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১০০টি শেয়ার থাকে, তাহলে তিনি ২০টি শেয়ার পাবেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৫৬ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ২৫ সেপ্টেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ অগাস্ট।